টিকিয়াপাড়ায় হামলায় ধৃত মূল প্ররোচক বিজেপি নেতার ভাই

0
115

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

tikipara | newsfront.co
মঙ্গলবারের টিকাপাড়া। ফাইল চিত্র

গত মঙ্গলবার ২৮ এপ্রিল লক ডাউন ভেঙে জনতার জমায়েত সরাতে গিয়ে হাওড়ার টিকিয়া পাড়ায় আক্রান্ত হয় পুলিশ। রাজ্য জুড়ে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় সমালোচিত হয় রাজ্য সরকার।

বিজেপির আই টি সেলের সভাপতি আমিত মালব্য তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হবে। বছর খানেক আগেকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় সেই উক্তি… তবে লাথিটা হজম করতে হচ্ছে করোনা সংকটের মধ্যে দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মীকে।

arrested | newsfront.co
ধৃত মূল প্ররোচক। হাওড়া জেলা পুলিশের টুইটারের ভিডিও থেকে স্ক্রিনশট

এই রাজনৈতিক বির্তকের মধ্যেই টিকিয়াপাড়ায় পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয় ১৪ জনকে, যার মধ্যে আছে হাওড়া জেলা বিজেপি সংখ্যালঘু সেলের সদস্যর ভাই।

আজ হাওড়া জেলা পুলিশের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এই দাবি করা হয়। টুইটার সূত্রে জানা যায়,ধৃত ১৪ জনের মধ্যে এই নেতার ভাই-ই হামলার প্রধান প্ররোচক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here