নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
গত মঙ্গলবার ২৮ এপ্রিল লক ডাউন ভেঙে জনতার জমায়েত সরাতে গিয়ে হাওড়ার টিকিয়া পাড়ায় আক্রান্ত হয় পুলিশ। রাজ্য জুড়ে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় সমালোচিত হয় রাজ্য সরকার।
In Tikiapara incident,14 prsns incl. d one who was seen in d video jumping & hitting a police officer, hv been arrested.
The main instigator who provoked people just before the incident,has also been arrested.He is a younger brother of a member of Howrah Distt BJP Minority Cell pic.twitter.com/aV2LvxANiI— Howrah City Police (@hwhcitypolice) May 4, 2020
বিজেপির আই টি সেলের সভাপতি আমিত মালব্য তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হবে। বছর খানেক আগেকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় সেই উক্তি… তবে লাথিটা হজম করতে হচ্ছে করোনা সংকটের মধ্যে দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মীকে।
এই রাজনৈতিক বির্তকের মধ্যেই টিকিয়াপাড়ায় পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয় ১৪ জনকে, যার মধ্যে আছে হাওড়া জেলা বিজেপি সংখ্যালঘু সেলের সদস্যর ভাই।
'যে গরু দুধ দেবে তার লাথিও খেতে হবে।'
“One needs to endure the kick of the cow that gives milk.”
CM Mamata Banerjee’ famous words, less than a year back…
Just that the kick has to be endured by a policeman risking his life while doing his duty in the midst of #Covid crisis. pic.twitter.com/Z4i0ZYcdCG
— Amit Malviya (@amitmalviya) April 28, 2020
আজ হাওড়া জেলা পুলিশের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এই দাবি করা হয়। টুইটার সূত্রে জানা যায়,ধৃত ১৪ জনের মধ্যে এই নেতার ভাই-ই হামলার প্রধান প্ররোচক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584