নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া শহরে চলছে ৭ দিনের লকডাউন। লকডাউনের মাঝেই সক্রিয় অবৈধ নেশার সামগ্রী পাচারকারীরা। বসে নেই পুলিশ প্রশাসনও । বীরপাড়া পুলিশের তৎপরতায় এবং মাকরাপাড়া ১৭ নং এস,এস বির ব্যাটেলিয়নের সহযোগিতায় লকডাউনের চর্তুথ দিনে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বীরপাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে বীরপাড়া শহর সংলগ্ন বীরপাড়া ফালাকাটা রোডে ,বীরপাড়া বাগানের ফ্যাক্টরীর কাছ থেকে ৬ টি কার্টুনে মোট ২২ কেজি গাঁজা সহ নিশিগঞ্জের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি স্কুটিতে করে গাঁজা নিয়ে বীরপাড়ায় ঢুকছিল।
আরও পড়ুনঃ খড়গপুরে তৃণমূলের অন্দরে বিদ্রোহ
তবে নির্দিষ্ট স্থানে পৌঁছাবার আগেই পুলিশ তাকে ধরে ফেলে ।এই বিষয়ে বীরপাড়া থানার ওসি পালজার ভুটিয়া বলেন, “এসএসবি-র সহযোগিতায় ২২ কেজি গাঁজা সহ নিশিগঞ্জের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবারে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584