নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ভারত -নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে অভিযান চালিয়ে খড়িবাড়ি থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করে ।
তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ নেশার ইনজেকশন। ধৃতের নাম শফিক আলম। সে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ধৃতের কাছ থেকে ৩৭৫টি নিষিদ্ধ নেশার ইনজেকশনের অ্যাম্পিউল ও সিরিঞ্জ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নেশার ইনজেকশন গুলো বিহার থেকে পানিট্যাঙ্কিতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।
আরও পড়ুনঃ ভূমিকম্প-ইন্ডাস্ট্রিয়াল বিপর্যয় মোকাবিলার মহড়া ফাঁসিদেওয়ায়
তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584