বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এক যুবকের মলদ্বার থেকে দের কেজি সোনা উদ্ধার হয়।ধৃতের নাম অমিত (৩৩)।জানা গিয়েছে যে এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লিগামী একটি বিমান ধরার জন্য দুপুরের দিকে অমিত এয়ারপোর্টে আসেন। এবং সিকিউরিটি গেটে হ্যান্ড মেটাল ডিটেক্টার দিয়ে চেক করার সময় শরীরের পেছনের কিছু ডিটেক্ট হয়।
সেই সময়ই সি আই এস এফ কর্মীদের সন্দেহ হয়।এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতেই বেরিয়ে আসে আসল তথ্য।ওই ব্যক্তি স্বীকার করেন তার মলদ্বারে সোনার বিস্কুট লুকানো আছে।এরপর সি আই এস এফ ওই ব্যক্তিকে কাস্টমের হাতে তুলে দেন।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে চুরির ঘটনায় দুই মহিলা সহ ধৃত দুই যুবক
এরপর ওই ব্যক্তির মলদ্বার থেকে তিনটি কালো প্লাস্টিকে মোড়ানো নয়টি সোনার বিস্কুট উদ্ধার হয়। অপরদিকে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া সোনা অনুমানিক বাজার মূল্য ৪৯ লক্ষ টাকা।তবে উদ্ধার হওয়া সোনা কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা জানা যায়নি।এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কীনা তা তদন্ত করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584