নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ভোর রাতে ব্যাংকের কাস্টোমার সার্ভিস পয়েন্ট অর্থাৎ সিএসপি ভেঙে ভিতরে ঢুকে যায় বিরাট একটি লরি। আর সেই লরিতে পিষে যাওয়ায় সম্ভাবনা ছিল বাকি ঘরে থাকা পরিবারের সদস্যদের ।
আরও পড়ুনঃ সোনামুখীতে গাছে পিক আপ ভ্যানের ধাক্কা, মৃত ২
কিন্তু শেষ মূহুর্তে অল্পের জন্য বেঁচে যায় পরিবারের সদস্যরা ।শনিবার ভোর রাতে, ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের রোড লাইনের ঘটনা। জানা গিয়েছে, শনিবার ভোর রাত আনুমানিক চারটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।
এদিন ক্ষতিগ্রস্ত ক্ষুদিরাম কাছুয়া বলেন, ” বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি, ব্যাংকের সিএসপির ভিতরে দাঁড়িয়ে রয়েছে দশ চাকার লরি।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে গাঁজা উদ্ধার, ধৃত ২ মহিলা
ভেঙেচুরে তছনছ হয়ে গেছে ব্যাংকের সিএসপির ঘরের ভিতরে থাকা কম্পিউটার থেকে শুরু করে চেয়ার-টেবিল সহ বিভিন্ন জিনিস পত্র। এছাড়াও তছনছ হয়েছে রান্নাঘর ও শোয়ার ঘর।”
তবে ঘটনায় কোন হতাহতের খবর নেই।এদিকে দুর্ঘটনার পরই লরি ছেড়ে চম্পট দেয় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584