বেহাল রাস্তার কারণে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির

0
72

অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ

বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তা গুলির বেহাল দশা এ রাজ্যে। দীর্ঘদিনের অবহেলার কারণে বিভিন্ন জেলা জুড়ে আকছাড় ঘটছে পথ দুর্ঘটনা। তার জেরে প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যাও।

আজ এমনই এক ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের করুই অঞ্চলের ফুটবল খেলার মাঠ সংলগ্ন এলাকায়।

dead | newsfront.co
মৃত বাইক আরোহী। নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায় যে পি.ডব্লিউ.ডি রাস্তার ওপর সাঁকো নির্মাণ করছিল, ফলে রাস্তাটি খুবই খারাপ অবস্থায় পড়ে রয়েছে।

আরও পড়ুনঃ সরকারি কর্মীকে কাজে বাধাদান, মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

পি.ডব্লিউ.ডি -র ঠিকাদারদের দীর্ঘ গাফিলতির জন্য এই ভাবে রাস্তাজুড়ে এই সাঁকোটি দীর্ঘদিন পড়ে রয়েছে, ফলে নিত্যদিন বড়সড় দুর্ঘটনা ঘটে চলেছে। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও সাঁকো মেরামতির কাজ হচ্ছে না।বৃহস্পতিবার সন্ধ্যায় এই রাস্তার ওপর সাঁকো নির্মাণের ঠিকাদারদের গাফিলতির জন্য মৃত্যু হল এক বাইক আরোহীর।

মৃত ব্যক্তির বাড়ি পূর্বস্থলী থানার ধরমপুরে। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসন হাজির হলে পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা এবং সাঁকো তৈরি যদি দ্রুত শেষ না হয় এবং দ্রুত রাস্তা মেরামতি না হলে আগামী দিনে পথ অবরোধ করে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান এলাকাবাসীরা। মৃত বাইক আরোহীকে কাটোয়া থানার পুলিশ নিয়ে যায় কাটোয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here