নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জে ৩১ নং জাতীয় সড়কের উপর লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাইক আরোহীর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম কাসিম আলি(২৭)। সে উত্তর দিনাজপুর জেলার কালুঘাট এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এদিন বাইকে করে ওই যুবক ও তার বাবা, মাকে নিয়ে বিধাননগরের উদ্দেশ্যে আসছিল।
ঠিক সেই সময় মুরালিগঞ্জ এলাকায় একটি ১২ চাকার লরি আচমকাই মোড় ঘোরাতে থাকে। এবং বাইক আরোহী নিয়ন্ত্রণ না করতে পারায় রাস্তার উপরেই পড়ে যায়। এরপর লরিটি ওই বাইক আরোহীকে পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু ওই যুবকের। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে।
আরও পড়ুনঃ বড়ঞায় বাইক – ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত এক
আরও পড়ুনঃ বংশীহারীতে সরকারি বাস – লরির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক
এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। যদিও ঘটনাস্থল থেকে চম্পট দেয় লরির চালক। এরপর পুলিশ লরিটিকে আটক করে থানায় নিয়ে আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584