নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার রেড়িপুর এলাকায়।
জানা যায়, রাজ্য সড়কের ওপর মোটরবাইকে যাবার সময় পেছন থেকে একটি ডাম্পার এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে মৃতের মাথায় হেলমেট পরিহিত ছিল।দুর্ঘটনার ফলে হেলমেট ভেঙ্গে গিয়ে তার মাথায় আঘাত লাগে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।
আরও পড়ুনঃ কোচবিহারে শব্দদূষণ রোধে অভিযান, আটক ৫ গাড়ি
পুলিশ জানায়, মৃতের নাম অদ্বৈত শাসমল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সিলমার বাসিন্দা। সূত্রের খবর পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাড়ি থেকে প্রায়দিন তিনি বাইকে করে এই রেড়িপুরের উপর দিয়ে যাতায়াত করতেন। চাকরি করতেন বেলদা থানার কুলিগেড়িয়া এলাকার রেলওয়ে গেটের কাজে। এদিনও ওই কাজে যোগ দিতে তিনি বেরিয়ে ছিলেন। রাস্তায় ঘটে যায় এই বিপত্তি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584