গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
বাইক এবং ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটল।একটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ছোট গাড়িতে থাকা চালক এবং যাত্রীরা।
দুর্ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ছবাভিটা এলাকায় ফুলবাড়ি থেকে গাজলডোবা যাওয়ার রাস্তার উপরে । স্থানীয় সূত্রে জানা গেছে, একই দিক থেকে আসা একটি বাইক এবং একটি ছোট গাড়ির সাথে সংঘর্ষ হয় ৷
এই দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতরভাবে জখম হন ,আশঙ্কাজনক অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। অন্যদিকে চার চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার থেকে ছিটকে পড়ে যায়।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, আহত ৩
ছোট গাড়িটি কোচবিহার থেকে শিলিগুড়ি দিকে যাচ্ছিল।জানা গেছে ,আহত বাইক আরোহীর নাম মন্টু সাহা ৷ তিনি শিলিগুড়ি দশরথ পল্লী এলাকার বাসিন্দা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584