তমলুকে সড়ক দুর্ঘটনায় আহত বাইক আরোহী

0
81

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ময়না রাজ্য সড়কের সাউতানচক এলাকায় পথদুর্ঘটনায় আহত হয়েছে এক বাইক আরোহী।

van | newsfront.co
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ৷ নিজস্ব চিত্র

জানা গেছে শুক্রবার সকালে তমলুক ময়না রাজ্যসড়কে দুটি দ্রুতগতি সম্পন্ন মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষের সময় পাশে থাকা একটি বাইকআরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি মাছের গাড়ি ,এমনই অভিযোগ করা হয়েছে ৷

man | newsfront.co
আহত বাইক আরোহী ৷ নিজস্ব চিত্র

এরপর স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আহত বাইকআরোহীকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ রাজ্য সড়ক দিয়ে প্রতিনিয়ত শয়ে শয়ে মাছের গাড়ি দ্রুতগতিতে যাতায়াত করার ফলে প্রায়শই ছোটবড় দুর্ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুনঃ পথের দাবিতে অভিনব প্রতিবাদ নন্দকুমারে

দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে তমলুক থানার পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে। দুটি গাড়ির চালক ও খালাসি পলাতক। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here