তিন কৃষি আইন প্রত্যাহারে একটি বিস্তারিত বিল আনার প্রস্তুতি শুরু, থাকতে পারে এমএসপি ইস্যুও

0
59

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

গত ২০ নভেম্বর গুরু নানকের জন্মদিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেন। সরকারি সূত্রে জানা গিয়েছে এই তিন কৃষি আইন বাতিলের জন্য পৃথক তিনটি বিল নয়, একটি বিলই প্রস্তুত করা হচ্ছে। এটি একটি বিস্তৃত বিল হবে এবং কৃষকদের দাবি অনুযায়ী এমএসপি- ইস্যুকেও এই বিলে আনা যায় কিনা সে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Farmer Protest
ফাইল চিত্র

প্রস্তাবিত বিলে তিনটি কৃষি আইনের বিষয়ে গঠিত সমস্ত বোর্ড বন্ধ করার নির্দেশিকা থাকবে এবং তাদের দ্বারা নেওয়া সমস্ত সিদ্ধান্ত বাতিল এবং অকার্যকর করা হবে, এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি আন্দোলনরত কৃষকদের নিজেদের বাড়ি এবং চাষের ক্ষেতে ফিরতে আহ্বান জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ আইন ফের প্রণয়নও করা যায়, কৃষি আইন প্রত্যাহার নিয়ে বেফাঁস মন্তব্য বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের

তবে কৃষক নেতারা সাফ জানিয়েছিলেন যে, কৃষি আইনই একমাত্র সমস্যা নয়। তাঁরা ফের দাবি তোলেন এমএসপি-তে সরকারি গ্যারান্টির বিষয়টি সুনিশ্চিত করতে হবে কেন্দ্রকে। পাশাপাশি অন্যান্য সমস্ত মুলতুবি বিষয় নিয়ে আলোচনা করার জন্য সরকারকে একটি প্রতিনিধি দল পাঠানোর দাবিও জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। সংসদে আইনগুলি আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত তাদের নির্ধারিত আন্দোলন জারি থাকবে এমনটাই জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।

আরও পড়ুনঃ সায়নীর জামিন মঞ্জুর হতেই ফিরহাদের নামে এফআইআর ত্রিপুরায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here