বুদবুদে রেশন কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

0
35

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

নিজের নামে দুটি আলাদা বিভাগের রেশন কার্ড বানিয়েছিলেন স্বপন সরকার নামে এক ব্যক্তি। সুকান্তনগরের ঘটনা। বুধবার ওই দুটি রেশন কার্ডে দোকান থেকে সামগ্রী তোলার অভিযোগে স্বপন সরকারকে গ্রেফতার করে বুদবুদ থানার পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর আদালতে হাজির করানো হলে, আট দিনের পুলিশি হেফাজত হয়।

Arrest | newsfront.co
প্রতীকী চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সুকান্তনগরের বাসিন্দা স্বপনবাবু রেশনের সামগ্রী আনতে দোকানে যান। সামগ্রী নেওয়ার পরে, সেই বিশাল পরিমাণ সামগ্রী দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দার সন্দেহ হয়। বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তির পরিবারের সদস্য সংখ্যা মাত্র চার। অথচ, রেশনে বহু মানুষের জিনিস নিয়েছেন তিনি। সন্দেহ হওয়ায় তাঁরা তাঁকে আটক করেন।

আরও পড়ুনঃ ভয়ে তিনমাস মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে লুকিয়ে থেকে এখন রাজনীতি করছেনঃ বিজেপিকে তোপ মমতার

খবর পেয়ে সেখানে পৌঁছন বুদবুদ পঞ্চায়েতের তৃণমূল সদস্য দোলন দত্ত। স্বপনবাবুর কাছ থেকে ১৯টি রেশনকার্ড উদ্ধার হয় বলে দাবি তাঁদের। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এহেন অভিযোগ পেয়ে তদন্তে নামে পূর্ব বর্ধমানের গলসি ১ ব্লক প্রশাসনও। পূর্ব বর্ধমান জেলা খাদ্য নিয়ামক আবিরকুমার বালি বলেন, ‘‘আমরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছি। কী ভাবে একই ব্যক্তির নামে দু’টি কার্ড হয়েছে তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’’

এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। স্থানীয় সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনে বুদবুদ পঞ্চায়েতের সুকান্তনগরের বিজেপির প্রার্থী ছিলেন ধৃত ব্যক্তি। দুর্গাপুরের তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি যে চাল চুরি করছে, এই ঘটনা তার প্রমাণ। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক।’’ ধৃত ব্যক্তি দলেরই নেতা সে কথা স্বীকার করে নিয়েছেন গলসি বিধানসভা কেন্দ্রের বিজেপির পর্যবেক্ষক রমন শর্মা। তিনি বলেন, ‘‘কী ভাবে এক ব্যক্তির নামে দু’টি রেশন কার্ড হল, তা তদন্ত করুক প্রশাসন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here