নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানার অন্তর্গত ইটাবেড়িয়া অঞ্চলের ১৭৭নম্বর রসিকনগর বুথের গাজীপুর গ্ৰামের বুথ সম্পাদক ৬২ বছর বয়সী গোকুল চন্দ্র জানাকে মেরে ফেলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী টিঙ্কু লাল দলাই করোনা পজিটিভ থাকা সত্ত্বেও কোনো স্বাস্থ্য বিধি না মেনে সর্বত্র বিচরণ করত। এমনকি বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করত বলে অভিযোগ। গোকুল বাবু সচেতন করতে গেলে বিরোধ লাগে। নিকটস্থ আশাকর্মীর কাছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান, তখন ওই আশাকর্মীর স্বামী গোকুল চন্দ্র জানাকে কানের নীচে মারে বলে অভিযোগ এবং ঘটনাস্থলে গোকুল বাবু মারা যান।
আরও পড়ুনঃ আগুনে ভস্মীভূত হয়ে গেল লালগোলার কয়েকটি বাড়ি
অন্যদিকে ভূপতিনগরে বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগালে সেই সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী বোমা বন্দুক সমেত তাদের দিকে ধেয়ে এলে বিজেপি কর্মীরা ঘিরে ফেলে দুষ্কৃতীদের, তারপরই তাদের কাছ থেকে বোমা সহ বন্দুক উদ্ধার করে পুলিশ। এ নিয়ে গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ একাধিক দাবিতে বালুরঘাট কৃষি ভবনে ডেপুটেশন দিল বিজেপির কৃষাণ মোর্চা
প্রসঙ্গত ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত ভগবানপুর ২ নং বিজেপি পূর্ব মণ্ডলের যুব মোর্চার নেতৃত্বে বোরজ অঞ্চলে বিজেপির দলীয় পতাকা প্রতিটি বুথে টাঙ্গানোর সময় ভগবানপুর ২ নং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানব পড়ুয়ার নেতৃত্বে দলবল নিয়ে বিজেপির ওপর বোমাবাজি করে, পাশাপাশি বন্দুক নিয়ে এসে গুলি চালিয়ে জোরপূর্বক বিজেপির পতাকা খুলতে থাকে, সেই সময় বিজেপি কর্মীরা ওই তিন দুষ্কৃতীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
তবে বাকি তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা ছুটে পালিয়ে যায়। তবে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী নন্দ দাস, কচি পাহাড়, বিমল সামন্ত নামে তিন দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে তৃণমূলের লোকজন কিছু গাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ বিজেপির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584