সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
লকডাউনের দিনে চলল গুলি, গুলিবিদ্ধ হন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার রঘুদেবপুর গ্রামে। গুলিবিদ্ধ গৃহবধূর পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা বিজেপি করে বলেই তাদের বাড়ির উপর ও এলাকারও বেশ কিছু বাড়িতে ভাঙচুর করে গুলি চালানো হয়েছে।
ওই দুষ্কৃতীরা গৃহবধূর স্বামীকে খোঁজ করে বলে জানা গিয়েছে । জানা যায় গৃহবধূর স্বামী অরুণ নস্কর বিজেপির বুথ কমিটির ও ওনার স্ত্রী রাধারাণী নস্কর হিসাব রক্ষকের দায়িত্বে ছিলেন।
অভিযোগ, সোমবার সকাল ১১টা নাগাদ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনীরা আগ্নেয়াস্ত্র সহ বাড়িতে হামলা চালায় ও রাধারাণী নস্করকে আগ্নেয়াস্ত্র সহ মারধর করে। রাধারাণী নস্কর আত্মরক্ষার্থে ঝাঁটা ছুড়ে মারে।
এরপরেই দুষ্কৃতীরা তাকে গানপয়েন্টে রেখে গুলি চালায় । গুলি লাগে মাথার পিছনে বাম দিকে, ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাধারাণী নস্কর। লুটিয়ে পড়ার সাথে সাথে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
আতঙ্কিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলাকার মানুষ জন চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে এবং ওই গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তাকে চিকিৎসকেরা কলকাতায় স্থান্তরিত করেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনঃ গোয়ালতোড়ে হাতির হানায় গুরুতর জখম বনকর্মী
ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ উপস্থিত হলে, এলাকার মানুষ জন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। ঘটনা স্থলে রয়েছেন বিষ্ণুপুর থানার স্পেশাল টিম ও বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৈনাক ব্যানার্জী সহ ডিএসপি জীবনেষ রায় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584