নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপির এক কর্মীর উপর বিজেপির এক নেতার হামলার অভিযোগে আটক করা হল একজনকে। ফলেই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ঝাঁকরা গ্রামে বুধবার রাত্রি প্রায় এগারোটা নাগাদ হামলার ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, চন্দ্রকোনা টাউন থানার ঝাঁকরা গ্রামের বাসিন্দা লক্ষণ ঘোষ এলাকায় প্রবীণ বিজেপি কর্মী হিসেবে পরিচিত। ৬৫ বছর বয়সি লক্ষণ ঘোষ দলের স্থানীয় মণ্ডল কমিটির সভাপতি রুপম মল্লিকের অনুগামী হিসেবে কাজ করতেন না। তিনি তার বিরোধী হিসাবে পরিচিত ছিলেন। বুধবার রাত্রি প্রায় ১১ টা নাগাদ রুপম মল্লিক তার দলবল নিয়ে লক্ষণ ঘোষের বাড়িতে গিয়ে হামলা করে লুট পাট চালায় এবং তাকে ও তার বাড়ির লোকেদের মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ পাকা রাস্তার দাবিতে গণ ডেপুটেশন নন্দকুমার এলাকায়
লক্ষণ ঘোষ চন্দ্রকোনা টাউন থানায় তার বাড়িতে হামলা ও তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছে। যদিও বিজেপি নেতা রুপম মল্লিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তবে পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
আরও পড়ুনঃ দাসপুরে মাছ চুরি করতে গিয়ে মৃত ১
ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “বিজেপি ব্যবসায়ীদের দল। তাদের নেতারা কর্মীদের সাথে এর চেয়ে কি আর ভাল করবে! কেউ তো আর কাজ করে এসে নেতা হয়নি। তাই বিজেপি নেতাদের ভূমিকা কী তা বিজেপি দলের কর্মীরা এখন ভালো ভাবে বুঝতে পারছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584