সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
বাড়ি লাগোয়া বাগান বাড়ি থেকে বিজেপির সাধারণ সম্পাদকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়৷ মৃতের নাম গৌতম পাত্র । আজই তার মৃতদেহ উদ্ধার হয় । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । পরিবার এবং বিজেপি নেতৃত্বের দাবি খুন করা হয়েছে গৌতম বাবুকে।গতকাল সালিশি সভায় ডাকা হয়েছিল গৌতমবাবু কে ।

যার নেতৃত্ব দেন ঘোড়ামাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অরুণ প্রামানিক। সাগরের ঘোড়ামারা পঞ্চায়েত-এর ২নং বুথের সাধারণ সম্পাদক ছিলেন গৌতম পাত্র। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে বলে দাবি করেছেন বিজেপির একাংশ ।অভিযোগ বেশ কয়েকদিন আগে বৃষ্টির সময় আরতি বারিকের গোয়াল ঘরে আশ্রয় নেন গৌতম ।
আরও পড়ুনঃ প্রয়াত সোমেন মিত্র
যা নিয়ে কুরিচকর মন্তব্য করে আরতি । বিচার ডাকা হয় । আরতি বিষয়টি নিয়ে সাগর থানায় অভিযোগও করে। কাল রাতে ছিল সালিশি সভা । তার পর ভোরে উদ্ধার হয় দেহ । রাতে যদিও বাড়ি ফিরেছিলেন তিনি । বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা নেতা বিকাশ কামিলার অভিযোগ টিএম সি পরিকল্পনা করে খুন করেছে বুথ সভাপতি গৌতম পাত্র কে৷
পুলিশ প্রশাসন এর কাছে দাবি, নিরপেক্ষ তদন্ত করে আসামিরা যাতে সাজা পায় তার ব্যবস্থা অবিলম্বে করতে হবে৷যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584