রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত খেজুরি,আক্রান্ত বিজেপি কর্মী

0
54

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

আবারও রাজনৈতিক সংঘর্ষে কার্যত উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ৷ বিধানসভা নির্বাচনের সময়সীমা যতই দ্রুত কমে আসছে ততই রাজনৈতিক হিংসা যেন বিস্তারলাভ করতে শুরু করেছে। তার এক নিদর্শন দেখা গেলএবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ।

man | newsfront.co
আক্রান্ত বিজেপি কর্মী ৷ নিজস্ব চিত্র

ভগবানপুরের পর এবার খেজুরিতে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।খেজুরী ২ নং ব্লকের কুঞ্জপুর ২২৩ নং বুথে ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মকর্তা উত্তম নায়েক এর উপর তৃণমূলের মানস মন্ডলের নেতৃত্বে রাতের অন্ধকারে নৃশংস ভাবে আক্রমণ চালানো হয়। গুরুতর আহত উত্তম নায়েক নামে এক বিজেপি কর্মী।

oparation | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনায় জানা যায় ওই বিজেপি কর্মী সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরছিল, সেই মূহুর্তে তাঁকে একা পেয়ে তৃণমূলের লোকজন ঘিরে ধরে লাঠিসোঁটা নিয়ে ব্যাপক মারধর চালায়। খবর পেয়ে তাঁর বাড়ির ও বিজেপির অন্যান্য কর্মীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। এমন ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

আরও পড়ুনঃ বন্যার আশঙ্কা ঘাটালে

যে সমস্ত তৃণমূলের লোকেরা এই ধরণের কাজ রাতের অন্ধকারে দিনের পর দিন করে চলেছে, তাঁদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে প্রশাসনের দারস্থ হয় বিজেপির নেতৃত্ববৃন্দ। বিজেপির পক্ষ থেকে ধিক্কার জানানো হয় এমন অমানবিক কাজের জন্য ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here