বিষ্ণুপুরে বিজেপি কর্মীর কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
71

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত আশুতি কালিতলা অটোস্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির ‘চায় পে চর্চা’ প্রোগ্রাম চলাকালীন তৃণমূলের সঙ্গে বচসা হয়। সেই বচসায় এক বিজেপি কর্মীর কপাল ফেটে যায় বলে অভিযোগ।

bjp member | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীরা সভা বানচাল করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। তাদের বক্তব্য, “আমাদের এই কর্মীর কপাল ফাটিয়ে দিয়েছে তৃণমূল দুষ্কৃতীরা।” এই ঘটনার খবর পাওয়া মাত্রই কালিতলা থানার বড় বাবুর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

tmc members | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিজেপির দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ কাঁথিতে,চরম উত্তেজনা

আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থ কয়েল সংবাদমাধ্যমকে জানান,”বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের ঘোষিত কর্মসূচি চলছিল পাড়ায় পাড়ায় সমাধান। এই অনুষ্ঠান চলাকালীন বেশ কিছু বিজেপির দুষ্কৃতীরা এসে তৃণমূলের পতাকা ছিঁড়ে বিজেপির পতাকা লাগায়, সেই নিয়ে বচসা হয়।

পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেয়।” কপাল ফাটার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।পুলিশ সূত্রে জানা যায়, বিজেপির এই কর্মসূচির কোন অনুমতি নেওয়া হয়নি। তবে দুই পক্ষ কোনো অভিযোগ দায়ের করেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here