নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত আনন্দপুর থানার করঙ্গাপোতা গ্রামে সোমবার রাতে গুলি চলার ঘটনা ঘটে বলে জানা যায়। গুলিবিদ্ধ হয় অজয় খামরুই নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ অজয় খামরুই বিজেপি দলের সমর্থক বলে বিজেপি দলের পক্ষ থেকে জানানো হয়। বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে অজয় খামরুই দলীয় কার্যালয় থেকে যখন বাড়ি যাচ্ছিল, তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে, অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় সে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে ওই ঘটনা ঘটিয়েছে। বিজেপির পক্ষ থেকে আনন্দপুর থানায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত ২, আহত ১
পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। সেই সঙ্গে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, ওই ঘটনার সাথে তৃণমূল জড়িত নয় বরং তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বিজেপি কর্মীরা ভেঙে দিয়েছে।সিপিএমের হার্মাদরা বিজেপিতে যোগ দিয়েছে, তারাই এলাকাকে অশান্ত করার জন্য ওই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুনঃ গোপালপুর চা বাগান থেকে লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার
আসলে কিছু মানুষকে উস্কানি দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে বিজেপি বলে তার মত। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস উন্নয়নে বিশ্বাস করে, আসলে বিজেপির কাজ হল তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বদনাম করা। তাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584