মোবাইলের কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

0
112

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার সাগরবাড় অঞ্চলের চাঁদপুর গ্রামে। এই ঘটনায় শিউরে উঠল স্থানীয় এলাকাবাসীরা।

kolaghat police station | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ একশো দিনের কাজে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু

জানা গিয়েছে কোলাঘাট থানার চাঁদপুর গ্রামের বাসিন্দা ওই নাবালিকার বাবা অভিযোগ করেন,গত বৃহস্পতিবার অর্থাৎ ২ সেপ্টেম্বর বিকেল ৪ টা নাগাদ বাড়িতে কেউ না থাকায় তার ৭ বছরের নাবালিকা মেয়ের সাথে বছর ১৮ র বয়সী এক যুবক অশালীন আচরণ করে। ওই যুবক সম্পর্কিত ভাগ্নে বলে জানায় নাবালিকার পরিবার। অভিযুক্তের নাম সেক জামিরুল (রাকেশ)।

গতকাল মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে পাশের বাড়িতে অর্থাৎ অভিযুক্তের নিজের মামারবাড়িতে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার মায়ের অভিযোগ যে,বাড়িতে তখন কেউ ছিলনা। তিনি নিজেও তখন ঘুমাচ্ছিলেন।

আরও পড়ুনঃ খতম ৩ জঙ্গি, কাশ্মীরে এখনও চলছে গুলির লড়াই

সেই সময় তাদের মেয়েকে ডেকে নিয়ে গিয়ে মোবাইলে কার্টুন দেখানোর নামে ধর্ষণ করে অভিযুক্ত। কিন্তু ঘটনার পর ভয়ে কিছু বলতে পারেনি তার ছোট্ট মেয়ে। এরপর সন্দেহ হতে বারবার জিজ্ঞেস করার পরও কিছু উত্তর আসেনি। পরে রাতে মেয়েকে যখন জিজ্ঞেস করা হয় মেয়ে তখন কেঁদে ফেলে। তারপর পুরো ঘটনা খুলে বলে ওই নাবালিকা।

ওই নাবালিকাকে ভয় দেখায় ওই যুবক সেখ জামিরুল (রাকেশ)। যদি এই ঘটনা বাড়ির কাউকে সে বলে, তাহলে তাকে মেরে পুকুরে ভাসিয়ে দেবে বলেও হুমকি দেয় অভিযুক্ত, সেই ভয়েই ওই নাবালিকা চুপ করে থাকে। এমনটাই অভিযোগ নাবালিকার মায়ের। এরপর সকালে মেয়ে আরও অসুস্থ হয়ে পড়ে। অভিযুক্ত ছেলের বাড়ি গিয়ে তারা আপস-মীমাংসার চেষ্টা করে।

আরও পড়ুনঃ আক্রান্ত সহকর্মীকে ভর্তি না নেওয়ায় কলকাতা মেডিকেলে বিক্ষোভ পুলিশকর্মীদের

অভিযুক্ত ছেলের মা-বাবা বলেন, “আমার ছেলে যদি অপরাধী হয় তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক।” ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা এলাকায়। স্থানীয় পঞ্চায়েত সদস্যা ময়না খাতুন জানান,” আমি এখনও পর্যন্ত এই ঘটনা সম্পর্কে অবগত নয়, যদি এই ঘটনা ঘটে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তের।” অভিযুক্তকে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here