শিশু পাচারকারী সন্দেহে এক যুবককে গণধোলাই, উত্তেজনা সাবাজপুটে

0
47

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

police officers | newsfront.co
নিজস্ব চিত্র

শিশু পাচারকারী সন্দেহে এক যুবককে আটক করে বেধড়ক গণপ্রহারের ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে সমগ্র এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সাবাজপুট গ্রামে। স্থানীয় সূত্রে খবর, নারিশ হেলথকেয়ারের নামে সমীক্ষা করতে এসে গ্রামের মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছিল ওই যুবক। কাজের সঙ্গে কথার কোন মিল না থাকায় ও সংস্থার কোন পরিচয় পত্র না থাকায় সন্দেহের বশে তাকে আটক করে স্থানীয় গ্রামবাসী, বেশ কয়েকজন মারধর করে ওই যুবককে।

sudip mandol | newsfront.co
সুদিপ্ত মন্ডল। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বহরমপুরে পুলিশকর্মীর বাড়িতে চুরি

এরপর স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে সাবাজপুটের এক মন্দির প্রাঙ্গণে নিয়ে আসে এবং স্থানীয়দের তৎপরতায় কাঁথি থানায় খবর দেওয়া হয়। আটক যুবক পূর্ব মেদিনীপুরের মঙ্গলখালী’র বাসিন্দা সুদিপ্ত মন্ডল নিজেকে মহিষাদল কলেজের ছাত্র বলে পরিচয় দেয়। সে বলে, “হেলথকেয়ারের নামে সমীক্ষা করতে এসে গ্রামবাসীরা আমাকে সন্দেহ করে, এবং মারধর করে।” এরপর ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ এসে ওই যুবককে জিজ্ঞাসাবাদের পরে তাদের হেফাজতে নেয়। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় নেতৃত্ব ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য বরুণ পাত্র বলেন, বেশ কয়েকদিন আগে এলাকায় এই ধরনের এক ঘটনা ঘটেছিল যার কারণে ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক রয়েই গেছে, সেই ঘটনার সন্দেহে আজকের এই ঘটনা। অন্যদিকে গোটা ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে সমগ্র এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here