নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে কাজ নেই। তার ওপর মদ খেয়ে অশান্তি। সেই অশান্তির জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি করলেন পরিবারের লোকেরা।
মদ্যপান করে অশান্তি ও তার জেরে এমন ঘটনায় ফুঁসছে গোটা গ্রাম। মৃতের নাম শ্যামলাল টুডু (২২)। তিনি ভিনরাজ্যে কাজ করেন। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেহেরপুরে। সোমবার ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
আরও পড়ুনঃ সোমবার থেকেই রাজ্যে খুলল মদের দোকান,হবে হোম ডেলিভারিও
গত ১ লা এপ্রিল ভিনরাজ্য থেকে কাজ করে মালদহে ফিরে আসেন শ্যামলাল। লকডাউন চলায় সাহাপুরে সরকারি কোয়ারান্টিন সেন্টারে ১৪ দিন পর্যবেক্ষণে ছিলেন তিনি।
১৫ এপ্রিল সেখান থেকে ছাড়া পান তিনি। শ্যামলালের পরিবার জানিয়েছে, বাড়ি ফেরার পর মাঝেমাঝেই মদ্যপান করতে শুরু করেন তিনি। তা নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। এর জেরেই আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584