নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
নাচের ভিডিও প্র্যাকটিস করতে গিয়ে নদীর জলে পড়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে হেমতাবাদ ব্লকের ভাসিডাঙ্গা এলাকায়।
সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে তার দেহ ময়না তদন্ত করে পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকালে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে নাচের মহড়া দিচ্ছিল বিপুল সরকার(১৭)।
হঠাৎ পা পিছলে গিয়ে কুলিক নদীর জলে তলিয়ে যায় সে। পরে মৃতদেহটিকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করে হেমতাবাদ থানার পুলিশ।
আরও পড়ুনঃ রাজনৈতিক তরজা শেষে প্রকাশ্যে এল অর্জুন সিং-র ছবি দেওয়া ব্যানার ছিঁড়ছে কুকুর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার তিন চার জন কিশোর ভাসিডাঙ্গা এলাকায় কুলিক নদীর ধারে টিকটক ভিডিও তৈরীর জন্য নাচের প্র্যাকটিস করছিল।
সেই সময় পা পিছলে তলিয়ে যায় ঐ কিশোর। সঙ্গে সঙ্গে হেমতাবাদ থানার পুলিশ এসে ওই কিশোরকে উদ্ধার করে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই যুবকের এক বন্ধু জানিয়েছে, “বিপুল হঠাৎ পা পিছলে নদীতে তলিয়ে যায়।
আমরা কেউ সাঁতার না জানায় বাঁচাতে পারিনি ওকে।” এদিকে এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584