নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ট্রাক্টরের ফালে জড়িয়ে গড়বেতায় মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক ব্লকের ফুল মনিপুর গ্রামে।
মৃত যুবকের নাম কুচকু হেমব্রম। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে ফুলমনি পুর গ্রামে নিজের চাষের জমিতে ট্রাক্টর দিয়ে লাঙ্গল করার সময় ট্রাক্টরের ফালে সে জড়িয়ে যায়। যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০ বছর বয়সী কুচকু হেমব্রমের মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। গড়বেতা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ অবৈধ কাফ সিরাপ, ঘুমের ওষুধ সহ গ্ৰেফতার এক
স্থানীয় এক বাসিন্দা বলেন ওই যুবকের পরনে লুঙ্গি ছিল, যার ফলে অসাবধানবশত লুঙ্গি ট্রাক্টরের ফালে জড়িয়ে গিয়ে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার সময় যুবকটি আর্ত চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসেও তাকে বাঁচাতে পারেনি,ঘটনার স্থলেই তার মৃত্যু হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584