সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
বকখালিতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক। ওই যুবকের নাম আতিয়ার মিস্ত্রি বলে জানা গিয়েছে। বাবা মজনু মিস্ত্রি, তাদের বাড়ি উস্তি থানার শিরাকলে বলে জানাযায়। আজ বিকালে স্নান করতে গিয়ে বকখালির সমুদ্রে তলিয়ে যায় ওই যুবক। এক ঘন্টা পর উদ্ধার কাজ শুরু হয়।
কিন্তু সন্ধ্যা নামায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটে, ফলে বন্ধ হয়ে পড়ে তা। উদ্ধারকাজে শামিল হন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি সহ কোস্টগার্ডের প্রতিনিধি এবং বকখালি পুলিশ ফাঁড়ির প্রতিনিধিরা।যুদ্ধকালীন তৎপরতার মধ্য দিয়ে তারা খোঁজ শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার হয়নি নিখোঁজ যুবক।
আরও পড়ুনঃ ফের ঘোষিত লকডাউন এড়াতে প্যারিসের রাস্তায় ৭০০কিমি ট্র্যাফিক জ্যাম
প্রাকৃতিক দুর্যোগের পর বকখালি সমুদ্রে বেশ কয়েক কিলোমিটার জুড়ে চর জেগে ওঠে। আর উপকূল থেকে প্রায় দুই কিলোমিটার সমুদ্রতট হয়ে যাবার ফলে বারংবার জোয়ার এবং ভাটার সমস্যায় পড়তে হয় পর্যটকদের। তবে বহুবার মাইকে প্রচার চালানো, পাশাপাশি বকখালির পুলিশের নিরাপত্তা জোরদার থাকা সত্ত্বেও কেন বারবার পর্যটকরা এই বিপদের মুখে পড়ছে তা নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584