গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
একটি ছোট গাড়ির ধাক্কায় গুরুতর আহত হল এক যুবক। মালবাজার ব্লকের ওদলাবাড়ির হিন্দি স্কুল এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটেছে এই ঘটনা। ঘীস বস্তি এলাকার পঞ্চায়েত সদস্য সৈইদার রহমান বলেন, বৃহস্পতিবার সকালে ওদলাবাড়ির দিক থেকে বাইকে করে দুই যুবক বাগ্রাকোটের দিকে যাচ্ছিলো। হিন্দি স্কুলের কাছে এই বাইকের সামনে একটি ছোট গাড়ি দাঁড়িয়ে পড়ায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সামান্য ধাক্কা মেরে ডান সাইডে হেলে যায়।
সেই সময় শিলিগুড়ির দিক থেকে একটি পিকাপ ভ্যান বাইক চালকের মাথায় ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে পড়ে ওই যুবক। এরপর স্থানীয় মানুষের উদ্যোগে ওই যুবককে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা হয়।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হাতির তান্ডব,মৃত ৩ আহত ৩
কিন্তু যুবকের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তড়িঘড়ি যুবককে শিলিগুড়ি রেফার করা হয়। তবে ধরা যায়নি ঘাতক গাড়ি টিকে। হাসপাতাল সূত্রে জানা গেছে ওই যুবকের নাম ইয়েস লোহার(১৮) বাড়ি বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584