দুই ভাইয়ের অশান্তি ঠেকাতে গিয়ে আক্রান্ত যুবক

0
88

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

aadhar card | newsfront.co
নিজস্ব চিত্র

ভিম মণ্ডল ও বিক্রম মণ্ডল নামের দুই ভাইয়ের ঝগড়া, মারপিট ঠেকাতে যায় পাড়ার এক যুবক ঝণ্টু সরদার। আর ঠিক তখনি ভিমের ছোট ভাই বিক্রম মণ্ডল এক ধারালো অস্ত্র নিয়ে গিয়ে ঝণ্টু সরদারের পেটে মারে। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয় মানুষজন।

one boy injured in two brothers conflict | newsfront.co
সুর্বণা সরদার, আক্রান্তের স্ত্রী। নিজস্ব চিত্র

আক্রান্ত ঝণ্টু সরদারকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর আজ সকালে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।

suspected | newsfront.co
অভিযুক্ত বিক্রম মন্ডল। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দিনহাটায় শিক্ষিকা ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতাকে শোকজ দলের

বিক্রম মণ্ডলকে স্থানীয় মানুষজন ধরে নিয়ে গিয়ে মারধর করে, গাছের সঙ্গে বেঁধে রাখে তাকে। এছাড়াও বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ওই যুবক। বিষ্ণুপুর থানার পুলিশ এসে বিক্রম মণ্ডলকে আটক করে নিয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here