শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
টিভি দেখাকে কেন্দ্র করে দুই বন্ধুর বচসা, ঘটনায় গুরুতর আহত এক। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। বৃহস্পতিবার রাত্রে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায়। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ওই যুবকের নাম নেপাল শীল(২৮) ও ধৃত যুবকের নাম নিরঞ্জন পাল(৩০)। তাদের দুজনের বাড়ি নয়াবাজার এলাকায়।

ঘটনায় গুরুতর জখম অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে নেপাল শীল নামে ওই যুবক।অপরদিকে ধৃত নিরঞ্জন পালকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে গঙ্গারামপুর থানার নয়াবাজার গোপালপুর এলাকার বাসিন্দা নেপাল শীল, অপরদিকে নয়াবাজার পালপাড়া এলাকার বাসিন্দা নিরঞ্জন পাল। তারা দুজনে শ্রমিকের কাজ করে। তারা স্থানীয় একটি ক্লাবের সদস্য বলে খবর।

গত কয়েকদিন আগে ক্লাবে টিভি দেখা নিয়ে দুজনের মধ্যে বচসা বাধে। ঘটনার পরে ক্লাব সদস্যরা নিজেদের মধ্যে মীমাংসা করে দেয় নেপাল ও নিরঞ্জনের মধ্যে। ঘটনার কয়েকদিন পরে বৃহস্পতিবার রাত্রে কাজ থেকে বাড়ি ফেরার পথে নিরঞ্জন পালের ওপরে চাকু নিয়ে চড়াও হয় নেপাল শীল বলে অভিযোগ।
আরও পড়ুনঃ মধ্যপ্রদেশে নারকীয় হত্যাকান্ড, মৃত একই পরিবারের ৬ সদস্য
হামলার মুহূর্তে, নেপালের কাছ থেকে চাকু কেড়ে নিয়ে পাল্টা নেপালের উপরেই চড়াও হয় নিরঞ্জন বলে জানা গিয়েছে। ঘটনায় গুরুতর আহত হয় নেপাল শীল এবং ঘটনার পরে অভিযুক্ত নিরঞ্জন পালকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতকে গঙ্গারামপুর মহাকুমা আদালতে তোলা হয়। অপরদিকে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে নেপাল শীল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584