রানাঘাটে দিদির প্রাণ বাঁচাতে জলে ডুবে মৃত্যু ভাইয়ের

0
65

শ্যামল রায়, নদীয়াঃ

বুধবার নদীয়া জেলার রানাঘাটের চূর্ণী নদী থেকে ডুবে যাওয়া ভাইয়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম বিশ্বজিৎ রায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, মঙ্গলবার বাড়িতে পারিবারিক অশান্তির ফলে দিদি জলে ডুব দেবে বলে জানিয়ে বাড়ি থেকে বের হয় ৷

image | newsfront.co
প্রতীকী চিত্র

বাড়ি থেকে বেরিয়ে সোজা চূর্ণী নদীর দিকে দ্রুত পৌঁছে যায় এবং চূর্ণী নদীর ব্রিজ থেকে জলে ঝাঁপ দেয়।দিদির জলে ঝাঁপ দেওয়ার কথা জানতে পেরে দিদির পিছু ধাওয়া করে ভাই।বিশ্বজিৎ দেখতে পায় দিদি ব্রিজ থেকে জলে ঝাঁপ দিয়েছে ৷ দিদির কাছে দ্রুত পৌঁছোলেও জলের তোড়ে দিদি কে বাঁচাতে গিয়ে নিজেই জলে ডুবে যায় ৷

আরও পড়ুনঃ পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে এল গঙ্গাসাগরের অগ্নিকাণ্ড

এলাকার বাসিন্দারা দিদিকে দ্রুত জল থেকে উদ্ধার করতে পারলেও ভাইয়ের আর খোঁজ পায়নি ৷ আজ সকালে তল্লাশি চালিয়ে ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here