নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পিংলার মালিগ্রাম বাজারের এক টেলারিং দোকান থেকে উদ্ধার হয় এক ব্যাগ তাজা বোমা। গ্রেফতার করা হয় ব্যবসায়ীকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার বিশাল পুলিশবাহিনী বৃহস্পতিবার পিংলা ব্লকের মালিগ্রাম বাজারে থাকা একটি টেলারিং দোকান ঘিরে ফেলে।
এরপর ওই টেলারিং দোকানে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে এক ব্যাগ ভর্তি তাজা শক্তিশালী বোমা উদ্ধার করে। সেই সঙ্গে ওই দোকানের মালিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ জলে ডুবে যুবকের মৃত্যু গঙ্গারামপুরে
কি কারণে ওই দোকানের মালিক তার দোকানের ভিতর এক ব্যাগ শক্তিশালী বোমা রেখেছিল তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ। তবে পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ওই বোমা উদ্ধারকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ নদিয়ায় বেতন না পাওয়ায় ডিএম অফিস ঘেরাও বিএসএনএল কর্মী সংগঠনের
তবে কি কারণে এক ব্যাগ শক্তিশালী বোমা দোকানের মধ্যে মজুত রেখেছিল তা বুঝে উঠতে পারছেন না ওই এলাকার বাসিন্দারা। মালিকগ্রাম বাজারের টেলারিং দোকানের মালিক কি কারণে বোমা রেখেছিল তা জানার জন্য সকলেই পুলিশের দিকে তাকিয়ে রয়েছেন।
বোমা উদ্ধারের পাশাপাশি ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে শক্তিশালী বোমা উদ্ধারকে কেন্দ্র করে পিংলায় রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584