নিজস্ব সংবাদদাতা মুর্শিদাবাদঃ
ফরাক্কার অর্জুনপুরে এক মুরগি ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার পর সেই ব্যবসায়ী নিখোঁজ বলে অভিযোগ পরিবারের। পরিবার সূত্রে জানাযায়, মুরগি ব্যবসায়ীর নাম সাদ্দাম সেখ (২৯)।
বাড়ি ফরাক্কার অর্জুনপুর রেলগেটের পাশে। সাদ্দামের মা খলেশা বেওয়ার অভিযোগ, সোমবার বিকেলে স্থানীয় চারজন তার ছেলেকে চায়ের দোকানে চা খাওয়ানোর নামে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে গঙ্গার চড়ের কাছে। স্থানীয় লোকজন তার বাড়িতে খবর দিলে তার মা চড়ের দিকে ছেলের খোঁজে ছোটে। তার ছেলেকে সেখানে দেখতে না পেয়ে বাড়ি চলে আসে।
বাড়ি ফিরে যাদের বিরুদ্ধে অভিযোগ তার ছেলেকে মারার, সেই চারজন কে তার ছেলের সম্বন্ধে জিজ্ঞাসা করলে তারা এক এক সময় এক এক রকম উত্তর দেয়। তখন মা খলেশা বেওয়া ফরাক্কা থানায় একটি লিখিত অভিযোগ করে ওই চারজনের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ বাবলাতলায় ট্রাক দুর্ঘটনা, আহত ৪
তার মায়ের লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজ চালানোর পাশাপাশি, সাদ্দামের হদিশ পাওয়ার চেষ্টা করছে ফরাক্কা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584