শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
এক সময় বাসের বদলে মানুষ ট্যাক্সি পরিষেবা বেছে নেওয়ায় যাত্রীর ওপর জুলুম বাজির অভিযোগ উঠত। অনেকটা যেন সেই ট্রেন্ডই দেখা যাচ্ছে অ্যাপ ক্যাবেও। মহামারী সময় মানুষের অ্যাপ ক্যাব নির্ভরশীলতায় বারবার হেনস্থা হতে হচ্ছে মানুষকেই।
দু’দিন আগেই বেহালা থেকে সেলিমপুর পল্লী ফেরার সময় ক্যাবে এসি চালানো নিয়ে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন এক তরুণী গৃহবধূ। ফের মঙ্গলবার রাতে ফের দুই মহিলা যাত্রীকে নামানো নিয়ে গণ্ডগোলের জেরে মুখে স্যানিটাইজার ছিটিয়ে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানি করে তাঁর টাকার ব্যাগ ছিনতাই করার অভিযোগ উঠল এক ক্যাব চালকের বিরুদ্ধে। যদিও রবীন্দ্র সরোবর থানার পুলিশ অ্যাপ ক্যাব চালক স্বপন বিশ্বাসকে গ্রেফতার করার পর তার দাবি, ওই তরুণী নিজেই তার গাড়িতে টাকার ব্যাগ রেখে চলে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ এসি চালাতে বলায় অ্যাপ ক্যাবেই গৃহবধূর শ্লীলতাহানি! গ্রেফতার চালক
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় তার বান্ধবীর সঙ্গে মনোহরপুকুর থেকে হরিদেবপুরে যাওয়ার জন্য ওই অ্যাপ ক্যাবটি বুক করেন ১৯ বছরের অভিযোগকারিনী ওই তরুনী। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে তিনি বলেন, তাঁর বান্ধবীকে টালিগঞ্জে নামাতে হবে। কিন্তু চালক প্রতিবাদ করে বলেন, তিনি যে গন্তব্যে বুক করেছেন, টালিগঞ্জ সেই রুটে পড়ছে না। তাই তিনি যেতে পারবেন না।
এখানে বলে রাখা ভাল, অ্যাপ ক্যাবের নিয়ম অনুযায়ী যদি কোনও যাত্রী নির্দিষ্ট গন্তব্যে বুক করেও অন্য দিকে ঘুরে যেতে চান, সেক্ষেত্রে গাড়ি যতটা বেশি কিলোমিটার ঘুরবে, তত বেশি টাকা দিতে হবে গ্রাহককে। গন্তব্যে পৌঁছনোর পর অ্যাপেই বেশি দেখাবে। কিন্তু অন্য রুটের কারণে কিছুতেই যেতে রাজি হননি অ্যাপ ক্যাব চালক। সেই নিয়েই গন্ডগোল শুরু হয়।
এদিকে রাত সাড়ে ৮টা নাগাদ সাদার্ন অ্যাভিনিউ এবং যতীন বাগচি রোড মোড়ে গণ্ডগোলের খবর পেয়ে ছুটে আসে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। অভিযোগকারিনী তরুনী দাবি করেন, তিনি হরিদেবপুরে যাওয়ার জন্য অ্যাপ ক্যাব বুক করেন। মনোহরপুকুর থেকে হরিদেবপুর যাওয়ার রুটেই টালিগঞ্জে বান্ধবীকে নামাতে বলেছিলেন। কিন্তু চালক তার সঙ্গে বচসা জুড়ে গালিগালাজ করেন।
তারপর সাদার্ন অ্যাভিনিউতে গাড়ি থামিয়ে নেমে এসে পিছনের দরজা খুলে দিয়ে তরুণীকে নেমে যেতে বলেন। তারা রাজি না হলে স্যানিটাইজার তাঁদের মুখে স্প্রে করে দেন। তরুণী এবং তাঁর বান্ধবী থতমত খেয়ে খেলে সেই ফাঁকে তরুণীর টাকার ব্যাগ কেড়ে নেন চালক। চালককে তাড়া করে গাড়ি থেকে নেমে এলেই সেই ফাঁকে গাড়িতে উঠে পালিয়ে যান চালক।
তরুণীর অভিযোগ পেয়ে রবীন্দ্রসরোবর থানার পুলিশ রাতেই অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক স্বপন বিশ্বাস (৪০) কে হরিদেবপুরের কবরডাঙা এলাকা থেকে গ্রেফতার করে। টালিগঞ্জের রাজবাড়ি মাঠ থেকে খোয়া যাওয়া টাকার ব্যাগ ও অভিযুক্তের ক্যাবটিও উদ্ধার করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584