মনিরুল হক, কোচবিহারঃ
অস্থায়ী সবজি বাজারে মাছের দোকান দেওয়ার অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে আটক করলো পুলিশ।বৃহস্পতিবার কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ হানা দেয় পুরাতন পোস্ট অফিসের মাঠে অস্থায়ী বাজারে। সেখান থেকে ওই মাছ ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
জানা গেছে, ভবানিগঞ্জ বাজারের সাধারন মানুষ বাজার করতে গিয়ে ব্যাপক জমায়েত করে ফেলে। সেই বাজারে মানা হয় না সোশ্যাল ডিস্টেন্স। সেই সুবাদে মানুষের জমায়েত বন্ধ করতে সম্প্রতি কোচবিহার ভবানীগঞ্জ বাজারের সবজি বাজার তুলে নিয়ে গিয়ে পুরাতন পোস্ট অফিসের মাঠে বসানো হয়।
আরও পড়ুনঃ বন্য হাতির অত্যাচারে অতিষ্ঠ মাদারিহাটবাসীরা
সেখানে যাতে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে ক্রেতারা সবজি কিনতে পারে। সেখানে নজর দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। কিন্তু ভবানীগঞ্জ বাজারে একটি মাছ বাজার থাকা স্বত্বেও ওই মাছ ব্যবসায়ী নিয়ম বহির্ভূত করে পুরাতন পোস্ট অফিসের মাঠে সবজি বাজারে গিয়ে দোকান খুলে বসে। পরে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে ওই মাছ ব্যবসায়ীকে আটক করে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584