রায়গঞ্জে মৃত শিশু বিক্রি করল পিতা

0
219

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

সালিশি সভায় হাতুড়ে ডাক্তারের হাতে মৃত শিশুকে এক লক্ষ কুড়ি হাজার টাকায় বিক্রি করে দিল বাবা। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের জগদীশপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার করনদিঘি থানার সাবধান এলাকার দুর্লভপুর গ্রামের এক হাতুড়ে চিকিৎসকের চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছিল।

couple | newsfront.co
মৃত শিশুর বাবা ,মা ৷ নিজস্ব চিত্র

চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে ওই হাতুড়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত নেন শিশুর বাবা উজির মহম্মদ। কিন্তু, কয়েকঘন্টার মধ্যে মত বদল করে শিশুর পরিবার। থানায় লিখিত অভিযোগের পরিবর্তে মৃত শিশুকে ওই হাতুড়ের কাছে বিক্রি করে দেওয়ার খবর পেয়ে চমকে উঠেছেন রায়গঞ্জ থানার পুলিশ অফিসারেরাও। রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েত সদস্য চৈতন্য হাজদা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মৃত শিশুর পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। সেকারণে সালিশি সভা করে দেড় লক্ষ টাকা ওই চিকিৎসককে দিতে বলেছিল সালিশি সভার মাতব্বররা।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে কড়া লকডাউন,গ্রেফতার ৫

সেখানে এক লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে অভিযুক্ত চিকিৎসকের হাতে। মৃত শিশুর বাবা উজির মহম্মদ বলেন, “আমার তিন ছেলে এক মেয়ে খুব কষ্টে দিনযাপন করতে হয়। আমি শারীরিক প্রতিবন্ধী। ভিক্ষে করেই চলে সংসার। তাই গ্রামের মাতব্বরদের কথামতো এক লক্ষ কুড়ি হাজার টাকা নিয়ে আমার শিশুর মৃতদেহ চিকিৎসকের হাতে তুলে দিয়েছি।

আমরা গরীব মানুষ। আমাদের পক্ষে মামলা চালানো সম্ভব নয়। উল্লেখ্য, এই মাসের ১৮ তারিখে গভীর রাতে মোমেনুল হক নামে দেড় বছরের শিশুর মলদ্বারে ফোড়া অপারেশন করে হাতুড়ে ডাক্তার রবিউল ইসলাম। অস্ত্রোপচার করার সময় অনবরত রক্তক্ষরণ হলে একটি অ্যাম্বুলেন্সে করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

আরও পড়ুনঃ মালদহে জলপান করে অসুস্থ ৩

সেখানে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই ওই শিশুটি মারা যায়। জগদীশপুরের গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অনেকে হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিলেও পরিবার তা না মেনে গ্রাম্য সালিশিতেই বিষয়টি মিটিয়ে নিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here