নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ফোড়া অপারেশন করতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে এক শিশুর মৃত্যু হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খাঁড়ি জগদীশপুর গ্রামে।
জানা গিয়েছে, স্থানীয় এক হাতুড়ে চিকিৎসক মঙ্গলবার রাতে করণদিঘি থানার সাবধান গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর মোড়ে নিজের ক্লিনিকে ওই শিশুটির অপারেশন করেন। রবিউল ইসলাম নামের ওই চিকিৎসক গত রাতে, এগারোটা নাগাদ দেড় বছরের শিশু মোমেনুল হকের মলদ্বারের ফোড়ার অপারেশন করেন।
আরও পড়ুনঃ রাজনৈতিক তরজায় আজও সম্পূর্ণ হয়নি মগরাহাটের ঢালাই রাস্তার কাজ
সেসময় অনবরত রক্তক্ষরণ হলে ওই হাতুড়ে চিকিৎসক ঘাবড়ে গিয়ে অ্যাম্বুলেন্স ডেকে ওই শিশু সহ পরিবারের লোকজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। রায়গঞ্জ মেডিকেল কলেজে শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা শুরু করতেই মৃত্যু হয় শিশুটির।
ওই ঘটনায় হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিশুটির পরিবারের লোকেরা। পুলিশসূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসক রবিউল ইসলাম পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584