নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনাঃ
বৃহস্পতিবার দুপুরে নদীর ঢেউয়ের তোড়ে ভুটভুটি ডুবে গেলে মৃত্যু হয় তিন বছরের এক শিশু কন্যার। তার নাম রেশমা মীর এবং নিখোঁজ হয় আনজেদ জমাদার নামে অপর এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার মাতলা নদীর পুরন্দর সংলগ্ন মগখালি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং থানার ইটখোলা অঞ্চলের দুই নম্বর গোলাবাড়ি গ্রামের বাসিন্দা ইসলাম সেখের(৪৫) মৃত্যু হয় গত ১৯ আগস্ট রাতে। এই মৃত্যুর খবর পেয়ে মৃতের শ্বশুর বাড়ির লোকজন পরের দিন সকালে একটি ভুটভুটি করে আসে গোলাবাড়িতে।
সেখানে মৃত ইসলাম সেখের কবরে মাটি দিয়ে দুপুরে বাড়ি ফিরছিল তারা ভুটভুটি করে। ভুটভুটিতে ২২ জন মানুষ ছিল বলে জানা গিয়েছে। এরমধ্যে ১ জন শিশু কন্যাও ছিল।মাতলা নদীর পুরন্দর সংলগ্ন মগখালি এলাকায় হঠাৎই নদীর ঢেউয়ের তোড়ে ভুটভুটির তলা ফেটে যায়।ফলে ভুটভুটিতে জল ঢুকে ভুটভুটি ডুবে যায়।ভুটভুটির কিছু সংখ্যক যাত্রী সাঁতার কেটে নদীর পাড়ে এসে ওঠে এবং বাকিদের আশপাশের মৎস্যজীবীরা উদ্ধার করে।
আরও পড়ুনঃ সাপ্তাহিক লকডাউনে কড়া মালদহ পুলিশ
আরও পড়ুনঃ লকডাউনের নিয়ম ভেঙে জটেশ্বরে গ্রেফতার ৭
কিন্তু ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় আনজেদ জমাদার এবং নদীর নোনা জলে মৃত্যু হয় তিন বছরের শিশু কন্যা রেশমা মীরের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ জলপথে নিখোঁজের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজের খোঁজ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584