নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার যদুপুর গ্রামে শুক্রবার সকালে দুঃখজনক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে যদুপুর গ্রামের বাসিন্দা প্রভাকর অধিকারী ও কাজল অধিকারীর ছয় বছরের ছেলে শুভঙ্কর অধিকারী শুক্রবার ভোর পাঁচটা নাগাদ তার পেট ব্যথা বলে কাঁদতে থাকে সঙ্গে বমি করে।
তাকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গাড়ির মধ্যেই ৬ বছরের শিশু শুভঙ্কর মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রভাকর অধিকারীর বাড়িতে একটি বিষাক্ত কালাচ সাপ মারা হয়েছে বলেও জানা যায়। সম্ভবত ওই কালাচ সাপের কামড়েই শুভঙ্কর অধিকারীর মৃত্যু হয়েছে বলে জানান সর্প গবেষক সুব্রত বুড়াই। তিনি বলেন কালাচ সাপের কামড় এর লক্ষণ হলো পেটে ব্যথা ও বমি ।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে দাদার হাতে খুন হল ভাই
তাই ওই বিষাক্ত সাপের কামড়ে ওই শিশুর মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় সম্ভবত ওই শিশুটিকে বিষাক্ত কালাচ সাপ টি কামড় দিয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। সাপের কামড়ে ৬ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584