দিনহাটায় পুকুরে ডুবে মৃত শিশু

0
47

মনিরুল হক, কোচবিহারঃ

স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে দিনহাটার বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের খুটামারার বকুলতলা এলাকায়। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা সহ পরিবারে।স্থানীয় সুত্রে জানা যায়, মৃত ওই শিশুর নাম মহিদুল আলি শেখ(৯)। জানা গেছে, ওই শিশু ইদের পরেরদিন রবিবার নানাবাড়ি(মায়ের বাবার বাড়ি) গিয়েছিল।

dead body | newsfront.co
নিজস্ব চিত্র

নানাবাড়ি (মায়ের বাবার বাড়ি) থেকে আজ সোমবার সকালে বাড়ি ফেরে। তারপর বাড়ির পাশের ২ বন্ধু সহ ৩ জন পুকুরে স্নান করতে নামে। স্নান শেষে তারা সকলে বাড়িও ফিরে যায়। তারপর সবাই বাড়িতে যাওয়ার পর মহিদুল ফের পুকুরে নামে স্নান করতে। বাকি ২জন বাড়িতে গিয়ে নিজেরা খাওয়া দাওয়া করে মহিদুলের বাড়িতে খেলতে আসে ওই দুই শিশু। তারা মহিদুলের বাড়িতে গিয়ে মহিদুলের খোঁজ করে।

আরও পড়ুনঃ কুলপিতে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার

বাড়ির লোকজন বলে সে স্নান করতে গেছে। তখন ওই দুই শিশু বলে আমরা এক সাথে স্নান করে বাড়িতে গিয়ে খাওয়াদাওয়া করে এলাম। তখন পরিবারের লোকজনের সন্দেহ হয়। শুরু হয় খোঁজাখুঁজি। তারপর মহিদুলের বাবা মান্নাদ আলি শেখ নিজে পুকুরে নেমে খুঁজতে শুরু করে। পুকুরে কিছু দূর গিয়ে হঠাৎ তাঁর পায়ে লাগে মহিদুলের দেহ।

পরে তাকে তুলে দেখেন তার দেহে আর প্রাণ নেই। ওই ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়।
পরিবার সুত্রে জানা যায়,ইদের নামাজ পরেই বায়না করে নানাবাড়ি (মায়ের বাবার বাড়ি) যাবে। তারপর নানাবাড়ি (মায়ের বাবার বাড়ি) থেকে আজ সকালে ফিরে এসে এমন অঘটন ঘটবে কেউ স্বপ্নেও ভাবতে পারছে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here