নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
স্করপিও গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর।মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকাজুড়ে।বৃহস্পতিবার, সকালে ঘটিনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ী বুড়িদিঘি এলাকায়। ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।
শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।পুলিশ সূত্রের খবর, মৃত ওই শিশুটির নাম মেহেক রহমান (৩)।বাবা মিজানুর রহমান।বাড়ি গঙ্গারামপুর ব্লকের ১০নং উদয় গ্রাম পঞ্চায়েতের বুড়িদিঘি এলাকায় ।
পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার সকালে দিদার সাথে বাজারে গিয়েছিল ওই শিশুটি ।বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার করার সময় দ্রুতগতিতে আসা একটি স্করপিও গাড়ি ধাক্কা মারে শিশুটিকে। ঘটনায় গুরুতর আহত হয় শিশুটি। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই আহত শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিশুটির।
আরও পড়ুনঃ গঙ্গারামপুরে চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর
ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকাজুড়ে।অপরদিকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়ি চালক।ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী।এবং ঘাতক গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। সেইসঙ্গে মৃত শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584