নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পিড়াকাটা লাগুয়া বেলাসোল গ্রামের বাসিন্দা ও বেলাসোল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রাহুল মাহাতো গত সোমবার বাড়ির সামনে সাইকেল চালাতে গিয়ে পড়ে যায়। অসাবধানবশত তার চোখের কোনে রড ঢুকে যায়।যার ফলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাই তার পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
এরপর মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তাকে কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়। কিন্তু কলকাতার পিজি হাসপাতাল, এনআরএস ও চিত্তরঞ্জন হাসপাতালে তাকে নিয়ে গেলেও কোথাও ভর্তি নেওয়া হয়নি। মঙ্গলবার সারাদিন সরকারি হাসপাতালে ঘুরে ঘুরে ভর্তি না নেওয়ায় কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ উদ্বেগজনক ট্রেন্ড! একদিনে কলকাতায় আত্মঘাতী ৭
কিন্তু একদিনে এক লক্ষ টাকা বিল হওয়ায় অসহায় দরিদ্র পরিবার আর টাকা সামাল দিতে পারছিল না। তাই রাহুলকে নিয়ে তারা মেদিনীপুরের পুনরায় ফিরে আসে। তার পরিবার বৃহস্পতিবার রাহুলকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভর্তির কিছুক্ষণ পরেই রাহুল মারা যায়। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারের সকলেই শোকে ভেঙে পড়েন।রাহুলের পরিবারের অভিযোগ বিনা চিকিৎসায় ছেলেটা মারা গেল। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর রাহুলের মৃতদেহ তার পরিবারের হাতে পুলিশ তুলে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584