নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের জ্যোতি নগর এলাকার পিছলা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত কিশোরের নাম সমেরুল(১২) বলে জানা গিয়েছে।
জানা যায়, এদিন ওই কিশোর নদীতে স্নান করতে যায়,তারপর থেকেই তার আর কোন খোঁজ মিলছিলনা। এরপর অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকেরা, কিন্তু পাওয়া যায়নি তাকে। এরপর স্থানীয় বেশ কয়কজন ওই নদীতে মাছ ধরতে যায়,তখন পাটের বোঝার মধ্যে ওই কিশোরের মৃতদেহ ভেসে থাকতে দেখতে পান তারা। এই দেখে তড়িঘড়ি খবর দেন ফাঁসিদেওয়া থানার পুলিশকে।
আরও পড়ুনঃ সহকর্মী খুনে ধৃত বিএসএফ জওয়ানের ৮ দিনের পুলিশি হেফাজত
এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ওই কিশোরের পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরের মৃগী রোগ ছিল।
সেই কারণেই হয়তো নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584