নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আফগানিস্তানের কাবুলে এক মাসেরও কম সময়ের ব্যবধানে ঘটেছে একাধিক রকেট হামলা। শনিবারও ঘটে একটি রকেট হামলা, ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের বার্তা উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কাবুলের কাছে লেবজার নামক এলাকা থেকে চারটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যার মধ্যে দুটি সরাসরি কাবুলের বিমানবন্দর এলাকায় আঘাত হানে।
আরও পড়ুনঃ করোনা আবহে বাতিল পৌষমেলা, সিদ্ধান্ত বদলাল না বিশ্বভারতী
গত ৩ নভেম্বর কাবুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নৃশংস হামলা চালায় একদল বন্দুকধারী। সেই ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হন। দুর্ভাগ্যক্রমে নিহতের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী। এই বর্বর হামলার কিছুদিনের মধ্যেই ,২১ নভেম্বর কাবুলে দফায় দফায় রকেট হামলার ঘটনা ঘটে। ওই রকেট হামলায় অন্ততপক্ষে ৮ বেসামরিক নাগরিকের প্রাণ যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584