জৈদুল সেখ, কান্দি
মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তি তে বাজ পড়ে মৃত্যু একজনের। জানা গেছে কান্দি থানার অন্তর্গত জীবন্তি লক্ষীনারায়ণ পুর গ্রামের বাসিন্দা মনিরুল সেখ পিতা ইরু সেখের সঙ্গে বৃহস্পতিবার সকালে পাট জাগ দেওয়ার জন্য তেলকার বিলের মাঠে গিয়েছিল। সেখানে সকাল দশটা নাগাদ বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়, ঠিক তখনই বাজ পড়ে মৃত্যু হয় মনিরুল সেখ ( ২০ )। মনিরুল সেখ বহরমপুর কমার্স কলেজর দ্বিতীয় বর্ষের ছাত্র। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুনঃ দাদুর বাড়ি বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু সাগরপাড়ায়
উল্লেখ্য প্রত্যক্ষ দর্শীরা জানাচ্ছেন পাটের জাগ নিয়ে পিতা ইরু সেখ আগে আগে আসছিল আর ছেলে মনিরুল সেখ পরে আসছিল মাত্র পাঁচ হাত দূরত্ব ছেলে মনিরুল সেখের উপর বাজ পড়ে এবং সে জলে তলিয়ে যায়, পাঁচ মিনিট খোঁজা খুঁজির পর তাকে পাওয়া যায়, যদিও তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হসপিটালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584