জলপাইগুড়িতে নির্মাণ কার্য চলাকালীন উপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

0
70

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

প্লাম্বিংয়ের পাইপ লাগানোর কাজ করার সময় দুর্ঘটনা‌গ্রস্ত হয়ে মৃত্যু হল একজন নির্মাণ শ্রমিকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া এলাকায়। মৃত শ্রমিকের নাম সুশান্ত মল্লিক।

a man | newsfront.co
সুশান্ত মল্লিক ৷ ফাইল চিত্র

জলপাইগুড়ি শহর সংলগ্ন সারদাপল্লী এলাকার বাসিন্দা ২৯ বছরের ওই নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শ্রমিক মহলে। সোমবার জলপাইগুড়ি সদর হাসপাতালে‌র পুলিশ মর্গে তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়।

আরও পড়ুনঃ ডোমকলে লরি – মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

জলপাইগুড়ি‌র শ্রমিক ইউনিয়নের নেতা কৃষ্ণ সেন বলেন, শহরের রায়কতপাড়া এলাকার নির্মীয়মাণ একটি দোতলা বাড়িতে কাজ করার সময় ওপর থেকে পড়ে গিয়ে সুশান্ত মল্লিকের মৃত্যু হয়েছে । ওই সময় একা‌ই কাজ করছিলেন তিনি। দীর্ঘ‌ক্ষণ পর বাড়ির মালিক এসে তাঁর খোঁজ করতে গিয়ে বাড়ির বাইরের দিকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকতে দেখেন তাঁকে।

আরও পড়ুনঃ ফালাকাটায় হাতির হানায় দোকান-ঘর তছনছ

এরপর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক‌রা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।জানা গেছে, মৃতের স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারেও শোকের ছায়া নেমে এসেছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here