দেশে প্রথম! করোনা নেগেটিভ গর্ভবতীর সদ্যোজাত সন্তান পজিটিভ

0
118

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। ভারতেও অনেক আগে থাবা বসিয়েছে কোভিড-১৯। যতদিন যাচ্ছে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ৬০ বছরের উর্ধ্বেই করোনার প্রকোপ বেশি। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে এই বিষয়টিই উঠে এসেছে একাধিকবার। শিশুদেরও করোনা সংক্রমণের সুযোগ বেশি।

new born | newsfront.co
প্রতীকী চিত্র’

কিন্তু এবার যা ঘটল, তাতে বেশ চক্ষু চড়কগাছ চিকিৎসক মহলেরও। কারণ এবার নোভেল করোনা ভাইরাস নিয়েই জন্ম নিল এক শিশু। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালেই এই বিরল ঘটনাটি ঘটেছে। চিকিৎসকদের মতে, দেশ প্রথমবার এমন ঘটনার সাক্ষী হল। গত মাসে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাংলোইয়ের বাসিন্দা বছর পঁচিশের অন্তঃসত্ত্বা।

গত ১১ জুন জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ছড়ায় তাঁর স্বামীর শরীরেও। ২৫ জুন যুবতীর দ্বিতীয়বারের রিপোর্টও পজিটিভ আসে। তবে গত ৭ জুলাই তৃতীয়বারের টেস্টের রিপোর্ট আসে নেগেটিভ, বোঝা যায় তিনি করোনামুক্ত। ঠিক তার পরের দিনই সন্তানের জন্ম দেন যুবতী। কিন্তু ছ’ঘণ্টা পরই জানা যায় শিশুর শরীরেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস।

আরও পড়ুনঃ করোনার বাড়বাড়ন্তে বেঙ্গালুরুতে ফের এক সপ্তাহের জন্য লকডাউন

হাসপাতালের চিকিৎসকদের মতে, গর্ভস্থ অবস্থাতেও মায়ের শরীর থেকে শিশুর মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। ডাঃ রাহুল চৌধুরি জানান, প্রসবের সময় করোনামুক্তই হয়ে উঠেছিলেন ওই যুবতী। কিন্তু তার আগে যেহেতু প্রসূতি করোনা আক্রান্ত হয়েছিলেন তাই তার প্রভাব পড়েছে শিশুটির উপর।

আরও পড়ুনঃ নেপালে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ১৯

শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘণ্টা ছয়েক পর মা ও সদ্যোজাত দু’জনেরই লালারসের নমুনা টেস্ট করা হয়। তখনই সদ্যোজাতর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। আপাতত চিকিৎসা চলছে তার। প্রসবের সময় মা নেগেটিভ। অথচ জন্মানোর পর শিশু পটিজিভ। ওই চিকিৎসক বলেন, এমন বিরল ঘটনা আমাদের দেশে এর আগে ঘটেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here