শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
কোয়ারেন্টাইন সেন্টারের ছাদ থেকে ঝাঁপ দিয়ে করোনা পজিটিভ রোগীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলায়।পাশাপাশি এই ঘটনায় জেলায় করোনা নিয়ে স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার দিকে আঙুল তুলেছেন মৃতের পরিবার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের বুনিয়াদপুর আইটিআই কলেজে।
মৃতের বয়স আনুমানিক ৪৪ বছর ৷ মৃত ব্যক্তি স্থানীয় ব্রজবল্লভপুর পঞ্চায়েতের ভাইওর গ্রামের বাসিন্দা। যদিও এই ঘটনায় কোয়ারেন্টাইন সেন্টারের অব্যবস্থার দিকে আঙুল তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা।জানা গেছে, গত ৩রা আগস্ট নিজের সোয়াব টেস্ট করেছিলেন ঐ ব্যক্তি ।
৫ তারিখে রিপোর্ট এলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তারপরেই ৬ তারিখ বুনিয়াদপুরের রশিদপুর আইটিআই কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে তাকে ভর্তি করা হয়েছিল। এদিন সকালে ওই সেন্টারে দাদাকে দেখতে এসে এমন দুর্ঘটনা প্রত্যক্ষ করেন তার ভাই ৷
সেন্টারের কাছে জঙ্গলের মধ্যে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন দাদাকে। যার পরে তড়িঘড়ি তাকে পরিষ্কার জায়গায় এনে স্বাস্থ্য আধিকারিকদের খবর দেন মৃতের ভাই । চিকিৎসক দুর্ঘটনাস্থলে পৌঁছালে তাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় কোয়ারেন্টাইন সেন্টারের সকলের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে মৃতের ভাইয়ের ঘনিষ্ট মহল সূত্রে জানাগেছে, কোয়ারেন্টাইন সেন্টারে দাদাকে দেখতে এসে তার কাছে পরিষেবা নিয়ে অব্যবস্থার কথা শুনেছেন ভাই । তাদের আরও অভিযোগ তবে কি কারণে এমন ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি।
আরও পড়ুনঃ তরকারিতে ঝাল বেশি, স্বামীর গালিগালাজে আত্মঘাতী অপমানিত স্ত্রী
ঘটনা নিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে এমন মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন , করোনা পজিটিভ জেনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে তাদের তরফে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে রোগীদের মানসিক দিক প্রফুল্ল রাখতে৷ রোগীদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখছেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584