নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে মেদিনীপুর করোনা হাসপাতাল লেভেল টু তে। মৃত ব্যক্তি খড়্গপুরের দেবলপুরের গোয়ালাপারা বাসিন্দা বলে জানা গেছে। শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে বছর ৪৫ র ওই ব্যক্তি গত বুধবার থেকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
তার লালা রসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তা মেদিনীপুর মেডিকেলে পরীক্ষা হয়, শনিবার রিপোর্ট আসলে দেখা যায় তিনি করোনা পজেটিভ ছিলেন। বাইরে কোথাও ভ্রমণ করেননি তিনি। ছিলেন রেল শহর খড়্গপুরে। ফলে কিভাবে তিনি করোনা আক্রান্ত হলেন তা নিয়ে দ্বন্দ্ব কাটেনি।
আরও পড়ুনঃ পর্যাপ্ত পরিমাণ কিটের অভাব, রক্ত দিতে পারলেননা বহু দাতা
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন না জেনে কিছু বলা যাবে না । যেহেতু মৃত ব্যক্তি করোনা পজেটিভ ছিলেন সে ক্ষেত্রে তার মৃতদেহ তার পরিজনদের হাতে দেওয়া হয়নি। তার মৃত্যু নিয়ে ধন্দে রয়েছে তার পরিবারও। এর মধ্যেই খড়্গপুরের দেবলপুর এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে সিল করে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584