কেষ্টপুরে বিনা চিকিৎসায় মৃত করোনা আক্রান্ত বৃদ্ধা, রাতভর পড়ে রইল দেহ

0
37

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা আক্রান্তদের নিয়ে সামাজিক অস্পৃশ্যতা যেন কিছুতেই কাটছে না। ফের করোনায় মৃত্যুর কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাতভর পড়ে রইল এক বৃদ্ধার দেহ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ঊষারানি মণ্ডল। তাঁর বয়স ৭৫ বছর, তিনি কেষ্টপুরের বাসিন্দা।

Corona died patient | newsfront.co
প্রতীকী চিত্র

স্থানীয় সূত্রের খবর, বিধাননগর মিউনিসিপ্যালিটির ২৬ নম্বর ওয়ার্ডের তিন নম্বর সমরপল্লী পরিবারের সঙ্গে থাকতেন উষারানিদেবী। তিনি গত চার-পাঁচ দিন ধরে জ্বর, সর্দি-কাশির উপসর্গ নিয়ে ভুগছিলেন। প্রাথমিকভাবে স্থানীয় একজন ডাক্তারের কাছে যান। তার পরে সেই ডাক্তারের পরামর্শেই তাঁর করোনা পরীক্ষা হয়। বুধবার রাত ন’টায় রিপোর্ট মেলে, করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত ওই বৃদ্ধা।

পরিবারের দাবি, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন হাসপাতালে ঘুরতে থাকেন। কিন্তু অভিযোগ, সরকারি থেকে বেসরকারি সব হাসপাতালই বেড নেই বলে তাঁদের ফিরিয়ে দেয়। বৃহস্পতিবার বাড়িতেই ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় ঊষারানি দেবীর।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষের

এর পরে শুরু হয় মৃতদেহ সৎকারের যুদ্ধ। স্বাস্থ্য ভবনে যোগাযোগ করে কোনও সহায়তা মেলেনি বলে অভিযোগ। এর পরে স্থানীয় বাগুইআটি থানার পুলিশ, পুরসভা, কাউন্সিলর– সকলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বিফল হন ঊষারানিদেবীর পরিবার।

আরও পড়ুনঃ মৃত্যুর পর লাশ বদল, থানায় অভিযোগ পরিবারের

অভিযোগ, সরকারের তরফ থেকে মৃতদেহ সৎকারের বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি খবর পাওয়ার পরেও। রাতভর বাড়িতেই পড়ে থাকে মৃতদেহ। এদিকে পড়ে থেকে পচতে শুরু করে মৃতদেহ। অবশেষে শুক্রবার সকালে এসে দেহ নিয়ে যায় পুরসভার লোকজন। বারবার এই ধরনের ঘটনা ঘটায় একই সঙ্গে আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here