টালিগঞ্জ থানায় হঠাৎ করোনা রোগী ঢুকে পড়ায় ছড়াল আতঙ্ক

0
122

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বেসরকারি হাসপাতাল থেকে রিপোর্ট পেয়ে প্রথমে বিশ্বাস হয়নি তাঁর। তাই যাচাই করার জন্য এক কোভিড রোগী সরাসরি হাজির হন টালিগঞ্জ থানায়। তাকে দেখে রীতিমত আঁতকে ওঠার মতো অবস্থা পুলিশের। তাঁকে হাসপাতালে পাঠানোর পরে স্যানিটাইজ করা হল থানা চত্বর।

Taliganj police station | newsfront.co
সংবাদ চিত্র

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা নাগাদ টালিগঞ্জ থানায় এসে হাজির হন এক ব্যক্তি। প্রবেশ পথে নিয়ম মত তাঁর শরীরের তাপমাত্রা পরীক্ষা করেন কর্তব্যরত কনস্টেবল। তিনি বুঝতে পারেন, ওই ব্যক্তি জ্বর রয়েছে । প্রশ্ন করলে পুলিশকর্মীদের তিনি জানান, এক বেসরকারি হাসপাতালে নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন। সেখান থেকে ফোনে জানানো হয়েছে যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তাতে ঘাবড়ে গিয়ে তিনি পুলিশের সাহায্যপ্রার্থী হয়েছেন। কিন্তু তার কাছে কোনও রিপোর্ট নেই।

আরও পড়ুনঃ মুখে মাস্ক না থাকার অভিযোগে ৯ হাজারের বেশি মামলা দায়ের পুলিশের

চোখের সামনে করোনা রোগীকে দেখে এবং তার কথা শুনে গোটা থানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তিকে থানা চত্বরের এককোণে গ্যারাজের পাশে গাছ তলায় বসতে বলা হয়। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় স্বাস্থ্য দফতরে। অ্যাম্বুল্যান্স না পৌঁছানো অবধি গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শেষে রোগীকে পাঠানো হয় নির্দিষ্ট কোভিড হাসপাতালে।

আরও পড়ুনঃ রামদেবকে বিজ্ঞাপন বন্ধ করে বিস্তারিত তথ্য দেওয়ার নির্দেশ আয়ুষ মন্ত্রকের

এরপর গোটা থানা-সহ তাঁকে যে গাছতলায় বসতে দেওয়া হয়েছিল, সেই জায়গা কীটনাশক ছড়িয়ে জীবাণুমুক্ত করা হয়। তবে যেহেতু ওই রোগীর সরাসরি সংস্পর্শে কেউ আসেননি, তাই থানার কোনও কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here