নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
জানলার কাঁচ ভেঙে আত্মহত্যার চেষ্টা করলেন এক করোনা রোগী। এই ঘটনায় রীতিমতো হুলস্থুল পড়ে যায় হাসপাতাল চত্বরে। কলকাতা মেডিক্যাল কলেজে অক্সিজেন সিলিন্ডার দিয়ে জানলার কাঁচ ভেঙে কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক করোনা রোগী।
কাঁচ ভাঙার আগে তিনি কলকাতা মেডিক্যাল কলেজের ওই ওয়ার্ডে ভর্তি অন্য করোনা রোগীদের হেনস্থা করেন বলেও অভিযোগ। তবে ঝাঁপ দেওয়ার আগেই তাঁকে ধরে ফেলে হাসপাতালের গ্রুপ ডি’র কর্মীরা। তাতেই অল্পের জন্য রক্ষা।
হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকালে সুপার স্পেশ্যালিটি বিল্ডিংয়ের চারতলায় এই ঘটনাটি ঘটেছে। সেখানেই ছ’নম্বর বেডে গত দু’সপ্তাহ ধরে ভর্তি উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা এক করোনা রোগী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎ তিনি অক্সিজেন সিলিন্ডার দিয়ে জানলার কাঁচ ভাঙার চেষ্টা করেন।
আরও পড়ুনঃ প্রতি কেজি আলু বিক্রি করতে হবে ২৫ টাকা দরে, নির্দেশ নবান্ন’র
সে দৃশ্য দেখে ছুটে আসেন স্বাস্থ্যকর্মীরা। তাঁরা দেখেন কাঁচের টুকরো ছড়িয়ে রয়েছে ইতিউতি। সন্দেহ হওয়ায় জানলা দিয়ে উঁকি মেরে দেখা যায় কার্নিশে বসে নিচে লাফ দিতে উদ্যত হচ্ছেন ওই কোভিড রোগী। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন হাসপাতালের কর্মচারীরা।
তবে ওই রোগীকে বাগে আনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁদের। এরপর খবর দেওয়া হয় বউবাজার থানায়। তারাও ঘটনাস্থলে পৌঁছয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। সে কারণেই এমন অসংলগ্ন আচরণ করছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584